গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে সিধঁ কেটে ঘরে ঢুকে আনোয়ার হোসেন ৫০ নামে এক অটো চালকে হত্যা করে ছিনিয়ে নেয়া হয় অটোরিকশা। সম্প্রতি এই অটোরিকশা চালক হত্যার ঘটনায় তদন্তে নেমে এমন একটি চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। ক্লুলেস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নায়ায়নদাহ্ গ্রামের শুক্কুর আলীর ছেলে আব্দুর রহিম (৩৪), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে মো. রুহুল আমিন (২৪) ও ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চন্দ্রকোণা গ্রামের মো. ফারুক আহাম্মদের ছেলে মো. শরিফ আহমেদ (৩৫)।গ্রেফতারকৃতরা প্রাথমিক ভাবে হত্যার কথা স্বীকার করেছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেল চারটায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমির হোসেন।
তিনি জানান, গত রবিবার(১০ এপ্রিল) দিবাগত রাতের কোন এক সময় উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে সিধঁ কেটে ঘরে ঢুকে আনোয়ার হোসেন নামে এক অটো চালকে হত্যা করে অটো নিয়ে যায় দুর্বৃত্তরা।এরপর ক্লুলেস এই হত্যাকাণ্ডের অনুসন্ধানে নামেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।