রড সিমেন্টের প্রতিষ্ঠানে ভোক্তা-অধিকার অধিদপ্তরের জরিমানা
সাহাবুদ্দিন মৌলভীবাজার
১২ এপ্রিল, ২০২২ খ্রি.
পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার পাশাপাশি রড সিমেন্টের ন্যায্য দাম নিশ্চিত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ মঙ্গলবার (১২ এপ্রিল ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর, থানা রোড, শেরপুর বাজার, মৌলভীবাজার রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, রড ও সিমেন্টের ব্যবসা প্রতিষ্টানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে রড ও সিমেন্ট বিক্রয় করা, রড ও সিমেন্টের ক্রয় ভাউচার সংগ্রহ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শেরপুরে অবস্থিত হক ট্রেডার্সকে ৬ হাজার টাকা, থানা রোডে অবস্থিত মেসার্স আজহার এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত ঢাকা কৃষি মেশিনারিজকে ৩ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত আলি এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের অভিযানে মোট ৪ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।