মোঃ আব্দুল বাতেন বাচ্চু, নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশা চালক আনোয়ার হোসেন আনুকে (৫০) শ্বাসরোধে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর ঘাতকদের গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) ময়মনসিংহের ভালুকা ও ধোবাউড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মূলহোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে এক সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত ফরহাদ আলীর ছেলে রুহুল আমিন (২৪), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নায়ায়নদাহ গ্রামের শুক্কুর আলীর ছেলে আব্দুর রহিম (৩৪) এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার চন্দ্রকোণা গ্রামের ফারুক হোসেনের ছেলে শরিফ আহমেদ (৩৫)। এ সময় ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ আবু জাফর মোল্লা জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভালুকার আমতলি ও ধোবাউড়া উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
‘গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে রাত ১১টায় সিঁধ কেটে ঘরে প্রবেশ করে তারা। অটোরিকশা বের করার সময় শব্দ পেয়ে আনোয়ার হোসেন টের পেলে প্রধান আসামি রুহুল আমিনকে চিনে ফেলে। পরে রুহুল ও তার দুই সহযোগী আত্মরক্ষায় গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যাকাণ্ড ঘটায়। মূল ঘাতক রুহুল নিহত আনোয়ার ওরফে আনুর প্রতিবেশী ভাতিজা।’
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুহুল-আনু তাকে খুব আদর করতো বলে স্বীকার করেন। যে কারণে মারতে না চাইলেও অন্য দুই আসামির পরামর্শে সেখানে তাকে হত্যা করেন।
আসামিদের ভাষ্য মতে, রাত সাড়ে ১২ টার দিকে মিশন শেষ করে সেখান থেকে চলে যান তারা।
রবিবার (১০ এপ্রিল) রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত হারেছ আলীর ছেলে আনোয়ার হোসেন আনুকে খুন করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।
|