ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত -১
মোঃ অাব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের কাওরান বাজার এলাকার ট্রুপার্স ড্রেসেস নামক একটি কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক উপজেলার মাওনা চৌরাস্তার কড়ইতলা এলাকার মো: মফিজ উদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেন (২৫)।
স্থানীয় বাসিন্দা ইমরান হোসেন বলেন, দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। এ সময় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। ঘাতক চালক ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
মাওনা অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু জাফর মোল্লা বলেন৷ ‘ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে চিহ্নিত করতে কাজ করা হচ্ছে।