-
- গাজীপুর
- আনোয়ার হত্যাকারীদের ফাঁসি চেয়ে মানববন্ধন
- আপডেট টাইম : এপ্রিল, ১৫, ২০২২, ১:১১ অপরাহ্ণ
- 156 বার পঠিত
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালক আনোয়ার হোসেন আনু হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, শ্রীপুর উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ইবরাহিম খলিল, গাজীপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান ভূইয়া, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, গাজীপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল হক, গাজীপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড সদস্য ইদ্রিস আলী, গাজীপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক, শৈলাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম (বি.এ) প্রমুখ।
এই ক্যাটাগরীর আরো খবর