শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘড় পাবেন ৪৫পরিবার। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম রবিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সাল থেকে অসহায়,ছিন্নমুল,ভূমিহীন,গৃহহীন পরিবারের পূনর্বাসন কার্যক্রম গ্রহনকরেন। এরই ধারা বাহিকতায় “মুজিববর্ষে এক জন মানুষও গৃহহীন থাকবেনা”প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন,গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মান কার্যক্রম চালু রয়েছে।
কর্মসূচীর অংশ হিসেব প্রধানমন্ত্রী আগামী ২৬এপ্রিল সাড়া দেশে তৃীয় পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে জমিসহ ঘড় হস্তান্তর কার্যক্রম উদ্ভোধন করবেন।
ওই দিন শ্রীপুরে তৃতীয় পর্যায়ে ৩টি স্পটে ৪৫টি পরিবারের মধ্যে ২শতাংশ জমিসহ সেমি পাকা ঘড়ের মালিকান হস্তান্তর করা হবে। এদের মধ্যে উপজেলার তেলিহাটি ইউনিয়নে ১১টি,রাজাবাড়ি ইউনিয়নে ১৭টি এবং শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় ১৭টি পরিবারকে পূর্ণবাসিত করা হবে।