নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে অনৈতিক প্রস্তাবে রাজী না হওয়ায় হুমকির মুখে চাকরি ছেড়ে দিয়েছেন এক নারী পোশাককর্মী। পরে মায়ের সঙ্গে বকেয়া বেতন তুলতে গিয়ে দুজনই মারধরের শিকার হয়েছেন।
গতকাল শুক্রবার রাতে উপজেলার বরমী ইউনিয়নে এই ঘটনা ঘটে। শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নারী পোশাককর্মী। রাতেই পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালিয়েছে।
অভিযুক্তরা হলো- উপজেলার কাশিজুলী গ্রামের সুজন (৪০) ও তার স্ত্রী শেলিনা (৩৫), সিরাজ উদ্দিনের ছেলে রবিন মিয়া (২৫) ও জিহাদ (৩০) ।
ভুক্তভোগীরা জানিয়েছেন, এ বছর এসএসসি পাস করা মেয়েটি পড়াশোনার খরচ যোগাতে আফরান কম্পোজিট লি. নামের পোশাক কারখানায় চাকরি নেন। কারখানায় কর্মরত সুজন, জিহাদ ও রবিন শুরু থেকেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। রাজী না হওয়ায় সুজন ক্ষিপ্ত হয়ে তাকে খুনের ভয় দেখায়। সম্প্রতি রবিনও তাকে অনৈতিক প্রস্তাব দিতো। এ সব কারণে বাধ্য হয়ে গত ১৪ এপ্রিল চাকরি ছেড়ে দেন। ভুক্তভোগী মেয়েটি বকেয়া বেতন আনতে গেলে সুজন কারখানার গেটের সামনে তাকে দেখতে পেয়েই গালাগাল করতে থাকে। এ সময় অভিযুক্ত জিহাদ তাকে তুলে নেওয়ার চেষ্টা করে। তার মা এগিয়ে গেলে তাকেও মারধর করে। এ সময় তাদের কাছ থেকে কিছু টাকা ও স্বর্ণ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।