শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজিয়ারণের গজারী বন থেকে পাচার হচ্ছে গজারী গাছ। দূর্বৃত্তরা রিং করে মেরে ফেলছে শতবছরের পুরনো গজারী গাছ। পরে নিরাপদে কেটে নিচ্ছে শুকনো গাছ। দূর্বৃত্তরা শতবছরের পুরনো দুটি গজারী গাছ কেটে ফেলেরাখে। খবর পেয়ে বনকর্মীরা অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করে।
সরেজমিনে খোঁজনিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, একটি সংঘবদ্ধ বন খেকুচক্র দীর্ঘদিন ধরে ওই বনাঞ্চলে গজারী গাছ পাচার করে আসছে। চক্রটি বনের ভেতর গজারী গাছ চিহ্নিতকরে ওই গাছের গোরার ছাল রিং করে তুলে ফেলে। পরে ওই স্থানে বিষ দিয়ে গাছ গুলো মেরে ফেলে। মারা যাওয়া শুকনো গাছ একে একে কেটে নিরাপদে পাচার করে।
নামপ্রকাশ না করে স্থানীয়রা আরো জানায়, এলাকার একটি প্রভাব শালী চক্র গাছ পাচার করে আসছে। পাচার কারীরা বছরেরপর বছর থেকে যাচ্ছে ধরা ছুঁয়ার বাইরে। ভয়ে সাস্থনীয়রা তাদের বিরুদ্ধে মুখ খোলতে সাহস পায়না।
ওই গ্রামের গাজিয়ারণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিন পাশে বনের ভেতর দেখাগেছে বেশকিছু গজারী গাছের গোরর ছাল তুলে রিংকরে মেরে ফেলা হয়েছে।
শুকনো গাছ গুলো পাচার উপযোগী করতে কেটে ফেলা হয়েছে ঢাল পালা। এরই মধ্যে পাচার হয়েগেছে বেশকিছু শুকিয়ে যাওয়া গাছ। শনিবার (২৩ এপ্রিল) সকালে ওই নির্জন বনে দূর্বৃত্তরা শতবছরের পুরনো দু’টি গজারী গাছ কেটে ফেলে। খবরপেয়ে শ্রীপুর সদর বিটের বনকর্মীরা অভিযান চালায়। বনকর্মীদের উপস্থিতিটের পেয়ে বনখেকু দূর্বৃত্তরা গাছ ফেলে দ্রুত পালিয়ে যায়।
শ্রীপুর রেঞ্জর ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. বজলুর রহমান জানান,র্দূগম বনের ভেতর গজারী গাছ কাটার খবরপেয়ে বনপ্রহরীরা দ্রুত অভিযান চালিয়ে দু’টি গজারী গাছ উদ্ধার করেছে। রিংকরে গাছ মারার সাথে জড়িত দের অনুসন্ধান চলছে। গাছ পাচারের সাথে জড়িতদের নাম টিকানা সংগ্রহকরে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।