নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর চৌরাস্তা বাসন থানাধীন নলজানি এলাকায়
ছিনতাইয়ের প্রস্তুতিকালে মহিলা সহ পেশাদার চার ছিনতাইকারী আটক।
বুধবার (২৭ এপ্রিল) রাত পৌনে তিনটার সময় বাসন থানাধীন নলজানি এলাকায় আমান্তা টাওয়ার এর সামনে চান্দনা চৌরাস্তা পাকা রাস্তার উপর ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২টি চাকু,১সুইস গ্রিয়ার, ১টি সিজার (কেঁচি)সহ পেশাদার চার ছিনতাইকারী আটক করেছে বাসন থানা পুলিশ।
আটককৃতরা হলেন, বাবু(২২), মোকছেদ (২০), জাহিদ (২৩), সাজেদা আক্তার ওরফে বিথী(২০)।
আটককৃতদের বিরুদ্ধে বাসন থানা সহ বিভিন্ন থানায় ছিনতাই, মাদক, ডাকাতির সহ একাধিক মামলা রয়েছে।
এরা পেশাদার ছিনতাইকারী, অভিনব কৌশলে ছিনতাই,ডাকাতি করে থাকে।