মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক :
সোমবার শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল।
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. হারেছের (৩০) বাড়ি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা কাভার্ডভ্যানচালক আল আমীনকে ধরে পুলিশে সোপর্দ করেছে।
স্থানীয়রা জানান, হারেছ পেশায় ব্যবসায়ী। সকাল থেকেই ঈদ নিয়ে ব্যস্ত ছিলেন। দুপুরে তিনি মোটরসাইকেলে করে ব্যবসায়িক কাজে পাশের গ্রাম ফরিদপুরে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার সার্জেন্ট শিবুনাথ জানান, চালক থানায় আটক আছে। এ বিষয়ে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে।