স্টাফ রিপোর্টার:
ঈদ হল মানুষের ঘরে ঘরে আনন্দিত একটা দিন,ঈদের প্রথম দিন নিজ নিজ বাসা বাড়িতে ব্যস্ততার দিন হলেও কিন্তু ঈদের দ্বিতীয় দিনে অনেকে আত্বীয় স্বজনদের কাছে বেড়াতে যাওয়া,
কেউ কেউ আবার পার্কে ভীড় জমিয়ে আনন্দ অনুভূতি করা এটায় হল ঈদের আনন্দময়ও সুখময়,তবে কিছু জায়গায় এমন দেখা গেছে ঈদের দ্বিতীয় দিনে অনেক পার্কে ভিড় জমেছে জনতা,অন্যদিকে ঈদের দ্বিতীয় দিন থেকে দেখা গেছে গাড়ি ভাড়া বৃদ্ধিও কিছু পার্কে টিকিটের মূল্য বৃদ্ধি করা হয়েছে,এতে সাধারণ জনগণের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে,সরাসরি বাড়তি টাকা আদায় করতে না পারলেও এই আনন্দের দিনে ঈদের উপমা দিয়ে বাড়তি টাকাপয়সা আদায় করা হচ্ছে সাধারণ জনগণের কাছে,এমন কি ফল ফ্রুটও শাকসবজি ইত্যাদি দোকানি ব্যবসায়ীরাও এভাবে বাড়তি টাকা আদায় করে নিতে দেখা গেছে,এ সময় কেউ ন্যায্যমূল্যে কথা তুলে ধরলে অনেক নিরীহ লোক জন অসাধু ব্যক্তি দের সাথে তর্কে জড়াতে হচ্ছে,তার পরেও মূল্যবৃদ্ধি যাইহোক প্রয়োজনে বাড়তি টাকা গুনে দিতে হচ্ছে অসাধু ব্যবসায়ীদের কাছে।