নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার ৪ মে গভীর রাতে ডিবি পুলিশের এসআই (নিঃ) আমিনউদ্দিন লিটন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ লোহাগড়া থানাধীন কুমড়ি গ্রামে অভিযান চালিয়ে মাদকদ্রব্য (গাঁজা) বিক্রয়ের সময় উক্ত গ্রামের আসাদ ফকিরের ছেলে আব্দুল্লাহ ফকির (৩০) কে ২৭৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।