গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে বিদেশ ফেরত এক নারী কে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
রবিবার (৮ মে)বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এর আগেও ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান নিয়ে তার ভাই ও স্বামী ধরা পড়ে।
আটককৃতের নাম- মরিয়ম বেগম (৩৭)। সে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বড়পরী গ্রামের কাশেমের মেয়ে। সে স্বামী বশির মিয়াকে নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর কার্টুন ফ্যাক্টরির পাশে একটি ভাড়া বাসায় বসবাস করতো।