বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলা জুড়ে প্রায় সারাদিন মুশলধারে বৃষ্টিপাত হয়েছে। সোনালী ফসল ইরি ধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। চরম দূশ্চিন্তায় পড়েছে কৃষকরা। ৯ মে সোমবার থেকে শুরু করে এরিপোর্ট লেখা পযর্ন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত ছিল। মুশলধারে বৃষ্টি হওয়ার কারণে. মাঠে পাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে এবং থৈ থৈ পানিতে ধানও থৈ থৈ করছে. পানির উপর ভাসছে সোনালী ফসল ধান। ভারতে সৃষ্টি হওয়া ঝড় আশনি বাংলাদেশেও আঘাত হানতে পারে. আবহাওয়া অধিদপ্তরের এমন আগাম সংকেতের কারণে. কৃষকরা ব্যাপক তড়িঘড়ি করে ধান কাটা শুরু করে। মাঠের ধান মাঠেই থেকে গেছে এমতাবস্থায় বৃষ্টিও শুরু হয়ে গেছে। আবহাওয়ার সাথে প্রতিযোগিতা করে শেষ পযর্ন্ত. কৃষকরা বৃষ্টির কাছে অসহায় আত্বস্বমর্পন করেছে। বৃষ্টির কারণে চাষীদের কষ্ট আরও বেড়ে গেছে.যে করেই হোক সোনালী ফসল ধান ঘরে তুলতে হবে. তাই দূরদূরান্ত থেকে ধান কেউ মাথায় করে. আবার কেউ বোঝা বেধে পানিতে ভাসিয়ে টেনে টেনে ধান উপরে তুলছে. এমনকি অধিক পারিশ্রমিক দিয়ে হলেও ধান ঘরে তুলছে কৃষক। শার্শার প্রতিটি কৃষকের ঘরে ঘরে ও প্রতিটি এলাকায় এ দৃশ্য সর্বত্রই বিরাজ করছে।