বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে সিহাব হোসেন (২৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
বুধবার (১১ মে ) সকালে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের খলসি নামক স্থানে মৌসুমী তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিহাব হোসেন রাজাবিরাটের মিজানুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী জানান, সিহাব হোসেন রাজাবিরাট এলাকার নিজ বাড়ী থেকে অত্যন্ত দ্রæতগতিতে মোটারসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জে আসার সময় মৌসুমি তেলের পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদ্যুৎ খুঁটির সাথে ধাক্কা লেগে পরে গিয়ে গুরতর অাহত হয় ।
গোবিরাদগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত সিহাবকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।