খবর পেয়ে পুলিশ রাত পৌনে দশটারদিকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধু ওই গ্রামের মো. লিটন মিয়ার স্ত্রী। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধলা গ্রামের মো. মোছা মিয়ার মেয়ে। আনুমানিক বার বছর পূর্বে লিটন মিয়ার সাথে তার বিয়ে হয়। শ্রীপুর থানার মাওনা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো.খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
মাওনা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড সদস্য মো. মতিউর রহমান জনান, অনুমান বার বছর পূর্বে নুরুন্নাহারের বিয়ে হয়। তার দেড় বছরের শিশু সহ তিনটি সন্তান রয়েছে। সন্ধ্যা সাতটারদিকে নুরুন্নাহার তার মেয়ে প্রিয়াকে মারধর করছিলো। এসময় নিহতের শাশুরী ও ননদ প্রতিবাদ করে। তারা টানাটানি করে ওই শিশুকে নিয়ে যায়। এর পর ক্ষিপ্ত হয়ে ওই নারী দৌড়ে নিজ ঘরের দরজা বন্ধ করে রাখেন। একপর্যায়ে ঘড়ের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
মাওনা চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই)আবুজাফর মোল্লা জানান,ঘটনা স্থলথেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইন গত ব্যবস্থা নেয়া হবে।