অবহেলা অযত্নে মৃতপ্রায় জগন্নাথপুর কলকলিয়ার মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ লাইব্রেরী।।
গোবিন্দ দেব জগন্নাথপুর প্রতিনিধি।।
জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষা এবং পরিচর্যার জন্য প্রতিটি জেলায় উপজেলায় প্রশাসনের উদ্যােগে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ইউনিয়ন মুক্তিযুদ্ধ লাইব্রেরি। সরেজমিনে গিয়া দেখা যায়
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ নং কলকলিয়া ইউনিয়নে সাবেক ইউনিয়ন পরিষদ ভবনে ২০১৭ সালের ৬ অক্টোবর সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং তৎকালীন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম উদ্ভোদন করেন। খোলা থাকবে দ্ররের কথা
কোন দিবসেও মুক্তিযুদ্ধ জাদুঘর মুক্তিযুদ্ধ লাইব্রেরিতে প্রতাকা সাটানো হয়নি। বৃষ্টি পানি পরে নষ্ট হয়ে যাচ্চে অনেক মুল্যবান ইতিহাস বই।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য জানানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিলো ইউনিয়ন মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ইউনিয়ন মুক্তিযুদ্ধ লাইব্রেরির যথাযথ ব্যবস্থাপনার অভাবে আজ মৃতপ্রায়।। এই জাদুঘর এবং লাইব্রেরি প্রতিষ্ঠিত হওয়ায় এলাকার মানুষের অনেক প্রত্যাশা ছিল। তরুণ ও যুব সমাজকে পাঠাগারমুখো করার যে প্রত্যাশা ছিল আজ তা হতাশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এর দরজা জানালা না খুলায় ভেতরে থাকা বই এবং মুক্তিযোদ্ধাদের স্মৃতি হয়তোবা নষ্ট হয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধা রসরাজ বৈদ্য বলেন আমরা দেশের জন্য যুদ্ধ করেছি। প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ লাইব্রেরি করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করলে এই জাদুঘর এবং লাইব্রেরি প্রতিষ্ঠা সার্থকতা পাবে এলাকার তরুনরা ইতিহাস যানবে।।
সুবেশ দেবনাথ বলেন মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ লাইব্রেরি শিখনীয় বিষয়, বিপদগামী যুবসমাজকে সঠিক পথ দেখানোর অন্যতম মাধ্যম পাঠাগার।।
এই সময়ে তরুণ সমাজের একটা বৃহৎ অংশ এন্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটার গেইমে আসক্ত। যাদেরকে এই নেশার রাজ্য থেকে ফেরাতে পারে একমাত্র পাঠাগার। আর এই পাঠাগার গুলোই যদি অব্যবস্থাপনায় হারিয়ে যায় তা হবে সভ্যতার জন্য ক্ষতিকর।।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলাম বলেন, আমি এবিষয়ে অবগত নেই,যদি পাঠাগার থাকে আমরা নষ্ট হতে দেবনা।সংস্কার করব।।
কলকলিয়া ইউনিয়নের মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ লাইব্রেরি যেন প্রাণ ফিরে পায় এইটাই এলাকার সচেতন মহলের প্রত্যাশা।
ক্যাপশন ঃ সুনামগঞ্জের জগন্নাথপুর অবহেলা অযত্নে মৃতপ্রায় জগন্নাথপুর কলকলিয়ার মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধ লাইব্রেরী।ছবি আমাদের সময়।