গোবিন্দগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শ্বশুর-জামাইয়ের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি।
গাইবান্ধা গোবিন্দগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শশুর ছায়েদ মিয়া (৬৩) ও জামাই সাজু মিয়ার (৪০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভূক্তভোগীদের বাড়ীর বারান্দায় একটি গভীর নলকুপ রাখা ছিল।যা আগে থেকেই বিদ্যুতায়িত হয়ে ছিল। দুপুরে সেটি সরাতে গিয়ে জামাই-শ্বশুর বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন দেশ টিভি বাংলা কে বিষয়টি নিশ্চিত করেছেন।