-
- জাতীয়, সারা দেশ
- হরিরামপুরে পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় মরদেহ উদ্ধার।
- আপডেট টাইম : মে, ১৪, ২০২২, ৩:০৮ অপরাহ্ণ
- 163 বার পঠিত
হরিরামপুরে পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় মরদেহ উদ্ধার
আল মামুন মানিকগঞ্জ:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মায় ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফরিদপুর নৌপুলিশ ও হরিরামপুর থানা পুলিশ ।
শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে হরিরামপুর উপজেলার দড়িকান্দি কবরস্থান সংলগ্ন পদ্মাপাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার সকালে মরদেহটি দড়িকান্দি পদ্মাপাড়ে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
হরিরামপুর থানা এস আই আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, গত পরশু হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উজানপাড়া পদ্মায় ধানবোঝই একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে চাললসহ কয়েকজন ধান নামানোর শ্রমিক ছিলো। ট্রলারের শ্রমিক আবুল কালাম (৫০) ওই ঘটনায় নিখোঁজ ছিলেন। নিখোঁজ আবুল কালামের মরদেহটি ফরিদপুর নৌপুলিশের এস আই রুহুল আমিনসহ নৌপুলিশের সদস্যরা আজ সাড়ে এগারোটার দিকে উদ্ধার করে। হরিরামপুর থানা পুলিশ নৌপুলিশকে সহায়তা করে।
আব্দুস সালাম আরো জানান, মৃত আবুল কালাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার জিয়নপুর এলাকার মৃত বিশু ফকিরের ছেলে।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এই ক্যাটাগরীর আরো খবর