ঘিওরে মা’কে মারপিটের অভিযোগে ছেলে জেল হাজতে
আল মামুন মানিকগঞ্জ :
মা’কে মারপিটের অভিযোগে আটক ছেলে রতন মোল্লা (৪৭)কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বৃদ্ধ মা ডালিমনের মামলার প্রেক্ষিতে গত সোমবার উপজেলার বাইলজুরী এলাকা থেকে ঘিওর থানার এস আই মনিরুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।
বসত বাড়ির জমি লিখে না দেওয়ায় গর্ভধারিনী মাকে পিটিয়ে এবং ইট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে থেতলে দিয়ে মারাত্মক আহত করে ছেলে।
মুমুর্ষ ওই বৃদ্ধা মা ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ব্যাপারে ঘিওর থানায় ২জনকে আসামী করে একটি মামলা দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঘিওর উপজেলার চরবাইজুরী গ্রামে গত শুক্রবার সন্ধ্যায়।
ঘিওর থানার ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, অভিযুক্ত ছেলে রতন মোল্লাকে গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।