বেনাপোল( যশোর) প্রতিনিধি :
যশোরে ৪তলা ভবনের ছাদ থেকে কাঠ পড়ে মরিয়ম আকতার মনিরা নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসার নির্মাণধিন ৪তলা ভবনের ছাদ থেকে কাঠ পড়ে এ ঘঠনাটি ঘটে । তাকে উদ্ধারের পর মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার টুনিয়াঘরা মহিলা আলিম মাদরাসায়।
আহত মরিয়ম আকতার মনিরা ওই মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। সে টুনিয়াঘরা গ্রামের মুরাদ হোসেনের কন্যা।
মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, মাদরাসার ৪তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ চলছে।
সংশ্লিষ্ট ঠিকাদারের পক্ষে শ্রমিকরা ৩ তলার ছাদে সেন্টারিংয়ের কাঠ খুলছিল। সকাল সাড়ে ৮টার দিকে নবম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম আকতার মনিরা নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে অস্থায়ী শ্রেণি কক্ষে যাচ্ছিল।
এ সময় ৩ তলার সেন্টারিংয়ের একটি কাঠ এসে মরিয়মের মাথার ওপর পড়ে। ফলে মাথা ফেটে সে গুরুতর জখম হয়। সাথে সাথে শিক্ষকরা তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত ডা.হুমায়ুন রশিদ জানান, মরিয়মের মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে। তবে সে এখন শংঙ্কামুক্ত হলেও তাকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।