মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালীগঞ্জে তাল ভর্তি পিকআপে ট্রেনের ধাক্কায় তিনজন মারা গেছেন।
গাজীপুরের কালীগঞ্জে ট্রেন ও তাল ভর্তি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন মারা গেছেন। আজ শনিবার সকালে সাড়ে ১০টার দিকে আড়িখোলা রেল স্টেশনের অদূরে নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় নিহতরা হলেন, গাড়ি চালক পূবাইল বড় কয়ের আসাতিয়া এলাকার রাফির ছেলে জাকির (২২), তাঁর সহকারী একই এলাকার জাকিরের ছেলে মৃদুল (১৫) এবং তাল ব্যবসায়ী নারায়ণগঞ্জের মহসিন (৫০)।
জানা গেছে, তাল ভর্তি পিকআপ অরক্ষিত গেট দিয়ে রেললাইন পার হওয়ার সময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দুর ট্রেনের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন মারা যান।