নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবু জাফর মোল্লা।
শ্রীপুরের আইন শৃংখলা রক্ষাসহ গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য মাসিক প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তার কাজের স্বীকৃতি স্বরুপ তাকে গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপ পুলিশ পরিদর্শক হিসেবে ঘোষনা করা হয়।
শনিবার (২১ মে) সকালে গাজীপুর জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ্ (বিপিএম) কার্যালয় থেকে থেকে তিনি সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার গ্রহণ করেন।
তিনি ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনকারী অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মাদ ছানোয়ার হোসেন পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(ট্রাফিক) কাজী মোঃ সালাহ্উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি) ডাঃ নন্দিতা মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) সানজিদা আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল ফারজানা ইয়াছমিন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আমির হোসেন সহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টরসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য : মোহাম্মদ আবু জাফর মোল্লা শ্রীপুর মডেল থানার আওতাধীন মাওনা অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য: গত ২০২২ সালের ফেব্রুয়ারী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রধান করেন।
গাজীপুর জেলার শ্রেষ্ঠ উপ পুলিশ পরিদর্শক হিসেবে নির্বাচিত করায় তিনি গাজীপুর জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ্ (বিপিএম) ও তার থানার সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।