নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে ভূমিদস্যু, আসামী গ্রেফতার ও চিহ্নিত চাঁদাবাজদের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মৃত ছাবেদ আলীর ছেলে আঃ মালেক।
ইতিপূর্বে চাঁদাবাজির অভিযোগে শ্রীপুর থানায় আঃ মালেক বাদী হয়ে আট জনকে আসামি করে মামলা (মামলা নং-৩৮) দায়ের করেন।
আসামিরা হলেন, মৃত আবেদ আলীর ছেলে ইসমাইল হোসেন, মকবুল হোসেন রানা,আঃ রহমান, মোঃ সফিক,আঃ আলীম, এনামুল হক, মোঃ কাউছার ও মৃত ইব্রাহিমের ছেলে মোঃ ইসমাইল।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আঃ মালেক বলেন, দীর্ঘদিন যাবত আসামিরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। প্রকৃত পক্ষে ধনুয়া মৌজার অন্তর্গত ৪০ শতাংশ জমির সিএস খতিয়ান-৫৭,এসএ-২৩৯, আরএস-৩৮ এবং এসএ দাগ-১৭৮৩, আরএস-৬২৬১ ও ৬৭২৮। উক্ত দাগ ও খতিয়ান ভুক্ত জমি খাজনা খারিজ করে ভোগ দখলে শান্তিপূর্ণ ভাবে ছিলাম। কিন্তু সম্প্রতি ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে আমার ক্রয়কৃত ১০ শতাংশ ও মামার পৈতৃক ৩০ শতাংশ জমি দখল করে নিয়ে যায়। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আমাদের হয়রানি ও হুমকি দিয়ে আসছে। আমার পরিবারসহ আমি নিরাপত্তাহীনতায় আছি।
সবশেষে তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় প্রশাসনের কাছে সুবিচারের দাবি ও তদন্ত পূর্বক জমি ফেরতের অনুরোধ জানিয়েছেন।