মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীতে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে রিক্সাচালক পুলিশের এএসআইসহ ৪ জনকে কামড়িয়ে আহত করেছে!
গাজীপুরের টঙ্গীতে ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিক্সা চালক দেলোয়ার হোসেন (২৭) পুলিশের এএসআইসহ ৪ জনকে কামড়িয়ে আহত করেছে। এ ঘটনায় ওই রিক্সা চালককে আটক করেছে পুলিশ।
রবিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে সামনে এ ঘটনা ঘটে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) রবিউল আজম জানান, দুপুরে রিক্সাচালক দেলোয়ার দুইজন যাত্রী নিয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে আসেন। এ সময় যাত্রী ও রিক্সাচালক ভাড়া নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে চালক দেলোয়ার হোসেন ওই দুই যাত্রীকে কামড়িয়ে আহত করে।
পরে হাসপাতালে উপস্থিত লোকজন জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে টঙ্গী পূর্ব থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তোফাজ্জাল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়।
এসময় পুলিশের উপস্থিতি দেখে চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দেলোয়ারকে ধরে ফেলে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে চালক এএসআই তোফাজ্জল হোসেনের ডান হাতের আঙ্গুলে কামড়িয়ে দেয়।
এ ঘটনা দেখার পর সেখানে উপস্থিত ইমন নামের স্থানীয় এক যুবক এগিয়ে আসলে তাকেও কামড়িয়ে আহত করে চালক দেলোয়ার। পরে আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
রবিউল আজম আরও জানান, আহত পুলিশ সদস্য এখন সুস্থ আছেন। রিক্সাচালক দেলোয়ার মাদকদ্রব্য সেবনকারী। সে টঙ্গীর মরকুন (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।