নিজস্ব প্রতিবেদক :
সিমান্তের অবৈধ সেক্স ঔষধ ওয়ান ফ্রুট সিরাপসহ অবৈধ যৌন উত্তেজনার ঔষধ তৈরীর বিভিন্ন কাচামালসহ ৫০ কার্টুন সিরাপ উদ্ধার করা হয়েছে। এসময় সাফিয়া হার্বালের ব্রাঞ্চ ম্যনেজার মোহাম্মদ আলীকে না পেলেও আশুলিয়ার এরিয়া ম্যনেজার আব্দুর রশিদ কে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুর ১২টা সময়
আশুলিয়ার বাইপাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। যৌন উত্তেজনা সিরাপ বিক্রির অভিযান পরিচালনা করতে গিয়ে বিভিন্ন যৌন বর্ধক ঔষধ তৈরীর কারখানার অনুসন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ভবনে অভিযান পরিচালনার সময় নামে বেনামে এসব ঔষধ বিক্রি ও তৈরীর অভিযোগে আব্দুর রশিদ নামে এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানাসহ ৩ মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার হোসেন। এসময় ঐ ভবনের ৩য় তলার প্রতিটি কক্ষ থেকে সাফিয়া হার্বালের সেক্স সিরাপ ওয়ান ফ্রুটসহ অবৈধ ঔষধ উদ্ধার করে পুড়িয়ে দেয়া হয়। আরেকটি কক্ষ থেকে ৫০ টি চা-পাতি তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।