যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের সুজলপুর ১ নং পাড়া, আরোবপুর ইউনিয়নের সদর যশোরের সুজলপুরের মোঃ খোরশেদ গাজীর ছেলে ইউরিয়ানের হত্যার দাবিতে আজ দুপুর ১২ টার সময় যশোর প্রেশক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুএে জানা গেছে সুজলপুরের মোঃ খোরশেদ গাজীর ছেলে ইউরিয়ানকে মাদক ব্যাবসায়িক দ্বারা এ হত্যা কান্ড ঘটানো হয়েছে বলে জানা গেছে। এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন যে আমরা এ খুনের সঠিক বিচার চায়। খুনি যাতে না পালাতে পারে সেজন্য এ হত্যা কন্ডের বিচার তারাতাড়ি করতে অনুরোধ করেন। বক্তারা আরো বলেন যে, এই মাদকের করনে যুবসমাজ আজ ধংসের পথে তাই এই মাদকের সাথে যারই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হক।