মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর সদর ভারারুল বটতলা এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে তিনটি চোরাই গরুসহ প্রাইভেটকারটি আটক করেছে এলাকাবাসী। এসময় গাড়ি-গরু ফেলে রেখে চোরেরা পালিয়ে গেছে।
শুক্রবার (২৭ মে) ভোরে ভারারুল বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গাজীপুর সদর থানার এসআই সামীর হাসান খান জানান, প্রাইভেটকারটি ভাবারুল বটতলা এলাকা অতিক্রম করার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। তখন তারা ধাওয়া দিয়ে গরুসহ গাড়িটি আটক করে থানায় খবর দেয়।
পুলিশ এলাকাবাসীর সহায়তায় গাড়ির ভেতর থেকে জীবিত অস্থায় তিনটি গরু উদ্ধার করে। পরে গরু ও গাড়িটি থানায় নেওয়া হয়।
ধারণা করা হচ্ছে আটক করা প্রাইভেটকারে করেই গরুগুলো চুরির চেষ্টা করা হচ্ছিলো।
তিনি আরও জানান, প্রাইভেটকার থেকে একজনের পরিচয়পত্র ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। গাড়ির মালিকের সন্ধান এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।