মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে স্থানীয়রা একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানরের সাবককে উদ্ধার করেছে।
শুক্রবার (২৭মে) সন্ধ্যাায় উপজেলার দক্ষি ভাংনাহাটি গ্রামের ফালুমার্কেট এলাকায়।ওই গ্রামের আবুল হোসেনের ছেলে রাজন আম পাড়তে গিয়ে সাবকটিকে উদ্ধার করে।
ওই শিশুর বাবা আবুল হোসেন জানান, তার ছেলে শুক্রবার সন্ধ্য ছয়টারকি বাড়ির অদূরে আম গাছে সাবকটি কে দেখতে পায়। পরে এগাছ ওগাছ করে সে এটিকে ধরে বাড়িতে নিয়ে আসে। সাবকটি তখন খুবই দূর্বল ছিল। ফল খাওয়ানোতে এখন একটু সুস্থ আছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানান যায়, ওই এলাকা এক সময় গভীর বন ছিল। বনে বাঘ,হরিন সহ বিভিন্ন প্রাণী ও ছিল। এখন বন নেই প্রাণীও নেই। এর আগে এমন প্রাণী তারা দেখেননি। এ দূর্লভ প্রাণীর সাবক কিভাবে কোথা থেকে লোকালয়ে এসেছে এটি তাদের বোধগম্যনয়। সাবকটির শরীরের লোম দূষর সাদা, চোখ দুটি কালো ভাসা ভাসা।
ওয়েবসাইডের তথ্য অনুযায়ী, এপ্রাণীটির নাম লজ্জাবতী বানর ।লজ্জাবতী বানর গাছের উঁচু শাখায় থাকতে পছন্দ করে। বাংলাদেশে পাহাড়ি চিরসবুজ বনে পাওয়া যায়, তবে আর্দ্র পত্রঝরা বনে থাকার তথ্য রয়েছে।
এরা মাঝে মাঝে গাছের মগ ডালে পা দিয়ে আঁকড়ে ধরে উল্টো হয়ে ঝুলে থাকে। ঘন চির সবুজ বনে বসবাস করে, চলাচল করে খুব ধীর-স্থিরে। দিনের বেলায় বের হয় না, নববধূর মত নিজেকে আড়ালে রাখতে পছন্দ করে। যত্রতত্র ঘুরাঘুরি করে না। নিজের এলাকায় ছেড়ে যেতে চায় না। শনিবার বিকেলে এ রিপোর্ট লেখাপর্যন্ত বনবিভাগ সাবকটি উদ্ধারের কোন ভূমিকা রাখেনি।
এবিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, আমরা শুধু প্রাণী লালন পালন করি। উদ্ধার করা আমাদের কাজ নয়।
শ্রীপুর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. বজলুর রহমান জানান, বণ্য প্রাণী উদ্ধারের জন্য বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট রয়েছে । তারা এবিষয়ে ব্যবস্থা নিবেন।