কলিহাসান,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালিয়ে একটি ড্রাম
ট্রাকে ৬বস্তা বন্দী বিভিন্ন ব্রান্ডের ১৩২ বোতল ভারতীয় মদ সহ একজনকে
গ্রেপ্তার করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার ২৮ মে দিন গতরাতে পৌরসভার
মধ্যমবাগান এলাকা থেকে রাত ৩টা ৫৫মিনিটের দিকে ভারতীয় মদ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে মো. আহমেদ শরীফ (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। সে
দুর্গাপুর সদর ইউপির চকলেঙ্গুরা এলাকার কাজল মিয়ার ছেলে। দুর্গাপুর থানা
পুলিশের ওসি(তদন্ত) মো. এনামুল হক আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেণ।
পুলিশের বিশেষ অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি(তদন্ত) মো. এনামুল হক, উপ
পরিদর্শক আব্দুল্লাহ আল ফাহাদ,সহকারী উপ পরিদর্শক মুমিনুল সহ বেশকজন
কনস্টেবল। পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিকে জব্দ করা হয়েছে। অভিযুক্তের
বিরুদ্ধে মামলা রুজু পূর্বক দুপুরে চীফ জুডিসিয়াল
ম্যাজিস্ট্রেট,দুর্গাপুর চৌকিতে হাজির করলে আদালতের বিজ্ঞ বিচারক মাসুম
মিয়া কারাগারে পাটানোর নির্দেশ দেন।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান,সরকার মাদক
নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পুলিশ একটি দক্ষ
বাহিনী হিসেবে তাঁর জায়গা থেকে নিরলস সেবা দিয়ে যাচ্ছে। মাদক সেবন ও
ব্যবসায়ীদের কঠোরভাবে নির্মূল করবার জন্য দুর্গাপুর থানা পুলিশ
সদা-সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিদিনই বিশেষ টিমের মাধ্যমে অভিযান
পরিচালনা করা হচ্ছে। তারই একটি ধারাবাহিক ফসল হিসেবে গত শনিবার রাতে
অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় মদ সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আশা
করছি মাদকের সাথে সম্পৃক্তদের বিরুদ্ধে আরো টলার নীতি অনুসরণ করে
তাঁদেরকে আইনের আওতায় আনা হবে। সে যে কেউ হোক মাদক সেবনকারী ও ব্যবসায়ী
দেশের মেধা বিকাশের ক্ষেত্রে বড় হুমকী। দুর্গাপুর উপজেলাকে একটি
মাদকমুক্ত করতে সর্বস্তরের ব্যক্তির সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।