-
- জাতীয়, সারা দেশ
- মানুষের জীবনের মানোন্নয়নে সরকার কাজ করছে-সচিব জাহাঙ্গীর আলম।
- আপডেট টাইম : মে, ২৯, ২০২২, ২:৩২ পূর্বাহ্ণ
- 164 বার পঠিত
মানুষের জীবনের মানোন্নয়নে সরকার কাজ করছে-সচিব জাহাঙ্গীর আলম
স্টাফ করেসপন্ডেন্ট।
সরকারের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরে সমাজ কল্যান মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, মানুষের জীবনের মানোন্নয়নে সরকার কাজ করছে। সমাজের অবহেলিত, বঞ্চিত, নিগৃহীত মানুষের কল্যানে সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহন এবং দরিদ্র এতিম শিশুদের আলোকিত জীবন গড়তে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে। দরিদ্র পরিবারের এতিমদেরকে পিছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নে বিভিন্ন সেক্টরকে কাজে লাগাতেই সমাজ কল্যান মন্ত্রণালয়ের অধীনে সরকার সরকারি শিশু পরিবার (বালক-বালিকা) প্রতিষ্ঠা করেছে।
শনিবার (২৮ মে) সকাল ১১ টায় রংপুর শহরের মডার্ন মোড়ে সরকারি শিশু পরিবার (বালক) প্রতিষ্ঠানের চত্ত্বরে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এতিম শিশুদের দুদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি ওই বক্তব্য রাখেন।
এ সময় প্রধান অতিথি আরও বলেন, জীবনের সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাতে এতিম শিশুদের মানষিক, শারিরীক ও বুদ্ধি-বৃত্তির বিকাশ ঘটিয়ে সমাজের মুলস্রোতে সম্পৃক্ত করতে হবে। যাতে তারা সমাজ, রাষ্ট্র, সরকারকে সহায়তা করতে পারে। অনুষ্ঠানে উপস্থিত শত শত এতিম শিশুদের স্বপ্ন দেখিয়ে তিনি বলেন, তোমাদের কে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বড় সরকারি কর্মকর্তা হতে হবে। তোমাদের উচ্চ শিক্ষা গ্রহণে বর্তমান সরকার শিক্ষা উপকরণ, বৃত্তি, উপবৃত্তি, বিনাবেতনে লেখাপড়ার সুযোগ দিয়েছে। তোমাদের কে এই সুযোগ কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুইঞার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোতাল্লেব হোসেন প্রমুখ।
রংপুর বিভাগের ১১ টি শিশু পরিবারের শিক্ষার্থীরা দেশের গ্রাম বাংলার ঐতিহ্য ও সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডগুলো তারা শারীরিক ভাবে উপস্থাপনা করেন। এ সময় রংপুর বিভাগের ৮ জেলার সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীরা বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষনসহ মুক্তিযুদ্ধের কাল্পনিক চিত্র তুলে ধরেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
এই ক্যাটাগরীর আরো খবর
- জুলাই-আগস্ট হত্যা মামলায় কাউন্সিলর মামুন মণ্ডল গ্রেফতার
- নওগাঁয় বিএমএসএফ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা
- সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিকের মৃত্যু
- ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদণ্ড
- জমে উঠেছে কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘জামাই মেলা
- শ্রীপুরের ড্রাম ট্রাক চাপায় নিহত -১
- সাংবাদিকদের অধিকার কেবল রাষ্ট্রই নিশ্চিত করতে পারে: বিএমএসএফ খুলনা প্রতিনিধি : সাংবাদিকদের অধিকার কেবল রাষ্ট্রই নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। শনিবার ১১ জানুয়ারী বিকালে খুলনা মহানগরীর বয়রায় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত আন্ত: জেলা বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, গণমাধ্যম শিল্প রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আর এ শিল্পের সাথে জড়িত সাংবাদিকদের ভালো-মন্দ রাষ্ট্রেরই দেখা উচিত। কিন্তু দেশ গঠনের ৫৪ বছর পার হলেও সাংবাদিকরা যেই তিমিরে ছিলো সেই তিমিরে রয়ে গেছে। তাদের ভাগ্যোন্নয়ন ঘটেনি বরং জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি মুহূর্ত তারা দেশ, সমাজ ও রাষ্ট্রের পক্ষে কাজ করে চলছে। রাষ্ট্রযন্ত্র তাঁদের কথা ভাবছেনা। নিউনেশনের প্রবীন সাংবাদিক ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ খায়রুল আলম, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি ও বিএমএসএফের জেলা শাখার সম্পাদক মো: কামরুজ্জামান, কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান মুরাদ, কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন শাওন, কেন্দ্রীয় নেতা রহিম রানা, বাংলাদেশ বেতারের ইফফাত সানিয়া ন্যান্সি, বার্তা বাজারের খুলনা প্রধান আল মাসুম খান, নিজাম উদ্দিন স্বাধীন প্রমূখ। বৈঠকে প্রস্তাব সমর্থনের মাধ্যমে ২১ সদস্য বিশিষ্ট কমিটি খুলনা জেলা শাখার কমিটি গঠন করা হয়। কমিটিতে বাংলাদেশ বেতারের ইফফাত সানিয়া ন্যান্সিকে আহবায়ক, বাতর্তা বাজারের আল মাসুম খানকে সদস্য সচিব করা হয়েছে। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম দীর্ঘদিন ধরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সাংবাদিকদের কল্যাণে, অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠার চৌদ্দ দফা দাবি নিয়ে কাজ করছে। বিএমএসএফের দীর্ঘ এক যুগের পথচলা ছিলো ঐতিহ্য, সংগ্রামের এবং দাবি আদায়ে কাজ করা অনেকটা সফল হয়েছে। বিশেষ করে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকার চেষ্টা করছি। বিএমএসএফ মাঠের সাংবাদিকদের সঙ্গে নিয়ে ১৪ দফা দাবি আদায়ে জেলা-উপজেলা ও কেন্দ্রে নানা ধরনের সভা, প্রতিবাদ সভা, সমাবেশ ও প্রতিবাদ সমাবেশ, চা-চক্র, ভার্চুয়াল সভা, সেমিনার, প্রশিক্ষণ, বিজয় শোভাযাত্রা ও বাৎসরিক মিলনমেলা আয়োজন, জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপন , সাংবাদিকদের মূখপত্র মিডিয়া ক্যানভাস ম্যাগাজিন প্রকাশ, জার্নালিস্ট শেল্টার হোম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ গঠন করে নানা ভাবে পাশে থেকে সমন্বয়, প্রতিবাদে কাজ করার চেষ্টা অব্যাহত রেখেছে। ১০-১১-১২ জানুয়ারী খুলনা বিভাগের আওতায় ১০টি জেলায় সাংবাদিকদের সঙ্গে আন্ত:বৈঠকের মাধ্যমে বিভাগীয় কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। আগামীকাল বিকেলে কুষ্টিয়ায় বৈঠক অনুষ্ঠিত হবে।
- ডিএমপির জ্যাকেটসহ পুলিশের ভুয়া সদস্য আটক
- গার্মেন্ট শ্রমিককে নির্যাতন, মুক্তিপণ চেয়ে ধর্মবোনকে ডেকে নিয়ে গণধর্ষণ
- গোমস্তাপুরে নার্সের অবহেলায়া শিশুর মৃত্যুর অভিযোগ, তিন নার্স সাময়িক বরখাস্ত