গফরগাও ড্রামট্রাকে পাশে দাড়িয়ে থাকা মিনি বাসে সাথে মুখোমুখি সংঘর্ষ
গফরগাঁও উপজেলা প্রতিনিধি, আজহারুল ইসলাম,
গতরাত ১ঃ৩০ মিনিটে গফরগাঁও থানার হাটুরিয়া মোড়ে ড্রামট্রাকে পাশে দাড়িয়ে থাকা মিনি বাসে সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং পাশে থাকা বিদুৎতের ট্রান্সফার্মার সহ সকল কিছু ক্ষতিগ্রস্ত হয়, এতে ড্রামট্রাকের চালকসহ মিনিবাসের তিনজন আহত একজনের অবস্থা আশংকা জনক,ঘটনাস্হলে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ারসার্ভিসের লোক এসে আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্ররেণ করে, এসময় আশেপাশে এলাকায় বিদ্যুৎ বিছিন্ন রয়েছে।