মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর থেকে অপহৃত স্কুল ছাত্র কে শরিয়তপুর থেকে উদ্ধার, আটক -১
গাজীপুরের টঙ্গী থেকে অপহৃত দশম শ্রেণির ছাত্র কে শরিয়তপুর থেকে উদ্ধার। এ ঘটনার সাথে জড়িত এক অপহরণকারীকে আটক করেছে পুলিশ।
অপহৃত স্কুল ছাত্রের নাম নাহিদ (১৫) কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মানিক মিয়ার ছেলে।পরিবারের সদস্যদের সাথে স্থানীয় তারগাছ এলাকায় বসবাস করে, নাহিদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করে।
আটককৃতের নাম রতন মিয়া (৩০) শরীয়তপুরের জাজিরা থানার কিনা উল্লাহ মাতাবকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে।
টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক ইয়াসিন আরাফাত জানান, নাহিদ পূর্ব আরিচপুর গাজীবাড়ি এলাকায় তার খালার বাসায় বেড়াতে যায়। গত ২৫ মে বেড়ানো শেষে নিজ বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। গত ২৭ মে নাহিদের পিতা টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে অপহরণ চক্রের সদস্যরা নাহিদের বাবা’র কাছে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তারা তার ছেলে কে মেরে ফেলার হুমকি দেয়।
এঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শরীয়তপুর জেলার জাজিরা থানার বিকেনগর কলেজ গেইট এলাকার ওহাবের বাড়ির একটি কক্ষ থেকে অবরুদ্ধ অবস্থায় নাহিদকে উদ্ধার করা হয়।
এ সময় অপহরণকারী রতন মিয়াকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রতনের অন্য সহযোগীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন মিয়া পুলিশকে জানায়, তার অপর সহযোগী নোয়াব খান ও শাহিন বেপারীর সহায়তায় সে নাহিদকে অপহরণ করেছে। রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আটককৃত রতন কে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।