মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া মোক্তার বাড়ি রোড এলাকায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের পাইপের নিচে চাপা পরে আজিজুল হাকিম (৮) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩১ মে) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। নিহত আজিজুল শরিয়তপুর জেলার দামুড্ডা থানার মাস্টার হাটখোলা গ্রামের ইয়াসিনের ছেলে। সে স্বজনদের সাথে আউচপাড়া এলাকায় বসবাস করতো।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, হাই ভিশন রিয়েল এস্টেট অ্যান্ড ডেভলাপার লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের নির্মাণ সামগ্রী অপসারণ করছিল শ্রমিকরা। এ সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিশু আজিজুল। পাইলিংয়ের কাজে ব্যবহৃত একটি পাইপ সিটকে শিশু আজিজুলের শরীরের ওপর পড়লে সে পাইপের নিচে চাপা পড়ে। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার এখনো লিখিত অভিযোগ দায়ের করেনি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।