ভালুকা সরকারি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
আনোয়ার হোসেন, ভালুকা থেকে
প্রতিনিধি ঃ আগামী ১৩ই জুন ভালুকা সরকারি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা বুধবার দুপুরে কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, পৌর মেয়র ডাঃ এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ সেলিনা রশিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম আফরোজ খান আরিফ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান, ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা, আঞ্চলিক শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল,উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন সাধারণ সম্পাদক অনিক তালুকদার প্রমুখ।