ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতে মাদরাসার দুই শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল গ্রামের সৌদিয়ান মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের মো. সোহাগ মিয়ার মেয়ে সাফা মারিয়াম (১০) ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের মেয়ে মানসুরা আক্তার মীম (৯)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ ইউনিয়নের পনাশাইল গ্রামে অবস্থিত দারুল উলুম হোসাইনিয়া মাদরাসার শিক্ষকগণ পাশের সৌদিয়ান মসজিদে জোহরের নামাজ পড়তে যান। এ সময় ওই মাদরাসার তৃতীয় শ্রেণির শিশু শিক্ষার্থী মোহনা গ্রামের সোহাগ মিয়ার শিশু মেয়ে সাফা মারিয়াম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী পনাশাইল গ্রামের আজহারুল ইসলামের মেয়ে মানসুরা আক্তার মীম মাদরাসার পাশে আকাশমনি গাছের নিচে খেলা করছিল। হঠাৎ পৌনে ২টার দিকে বজ্রপাত হলে সাফা মারিয়াম ঘটনাস্থলেই এবং মানসুরা আক্তার মীম ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জরুরি বিভাগের কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।