ভালুকায় স্বেচ্ছাসেবকলীগের বিক্ষোভ মিছিল
আনোয়ার হোসেন ভালুকা প্রতিনিধি ঃ
বঙ্গবন্ধু কন্যা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি ও ছাত্রদল কর্তৃক কু-রুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃপস্পতিবার বিকালে পৌরসভার নতুন বাসট্যান্ড চত্তর থেকে বিশাল ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন শিবলীর সভাপতিত্বে ও কে.বি.এম আসাদুজ্জামান ছানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুজ্জামান খোকন।
এসময় অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ূম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফরোজ জামান খান আরিফ, দপ্তর সম্পাদক কাজিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হক মন্ডল, কৃষি বিষয়ক সম্পাদক আল-আমীন রনি, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদত মামুন মন্ডল, আঞ্চলীক শ্রমীকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, বয়েজ ক্লাব সভাপতি ও স্বেচ্ছাসেকলীগ নেতা এস. এম. গোলাপ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম খান,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, পৌর স্বেচ্ছাসেকলীগের সভাপতি আহসানুল ইসলাম হিমেল, সাধারণ সম্পাদক রতন মন্ডল প্রমুখ।