মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে সুদের টাকার জন্য অটোচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। রাতেই পুলিশ সুদ ব্যবসায়ী হাবিবকে (২৮) গ্রেফতার করে। এ ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায়। ভুক্তভোগী অটোচালক বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত সুদ ব্যবসায়ী হাবিব উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। অটোচালক মোফাজ্জল হোসেন ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাটাইল গ্রামের মো: রমজান হোসেনের ছেলে। তিনি টেপিরবাড়ী এলাকায় ভাড়া থেকে অটোরিক্সা চালান।
ভুক্তভোগী জানান, করোনার সময় তার আয় রোজগার বন্ধ হয়ে যায়। নিরুপায় হয়ে প্রতিমাসে ৫০০ টাকা সুদের ভিত্তিতে হাবিবের নিকট থেকে ২ হাজার ৫ শ টাকা ঋণ নেয়। দীর্ঘ সময়ে তিনি ৬ হাজার টাকার বেশি পরিশোধ করেন। তারপরও সুদ ব্যবসায়ী হাবিব বিভিন্ন সময়ে তাকে টাকার জন্য চাপ দিতো। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে অটো নিয়ে বাসায় ফেরার পথে হাবিব তাকে রাস্তা থেকে তুলে নিয়ে লোহার শিকল দিয়ে বেধে নির্যাতন করে ৩ ঘন্টা আটকে রাখে। নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করলে তিনি থানায় এসে মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ ইমতিয়াজ ভ‚ইয়া জানান, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। অভিযুক্ত সুদ ব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।