স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় উপবৃত্তি সহ সকল সুযোগ সুবিধা প্রদানে ভালুকায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ- সারা দেশের ন্যায় ভালুকায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের চলমান উপবৃত্তি বহাল রাখার দাবীতে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।৫ই জুন রবিবার সকালে ভালুকা উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোটের পক্ষ থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় শিক্ষার্থীদের উপবৃত্তি সহ সকল সুযোগ সুবিধা প্রদানের জন্য মানববন্ধন কর্মসূচি পালন এবং মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে“স্মারকলিপি” প্রদানের জন্য উপজেলা নির্বাহী অফিসারের বারবার হস্তান্তর করেন।এসময় তারা জানান,প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য উপবৃত্তি সুবিধা চালু করা হয়।সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের ২০০৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত উপবৃত্তি সুবিধা প্রদান করে আসছে। বর্তমানে উপবৃত্তি বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্বের ন্যায় ২০২২ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা না যদি না দেওয়া হয় তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোতে ছাত্র-ছাত্রীর উপস্থিতির হার শূণ্যের কোঠা সহ হতদরিদ্র শিক্ষার্থীরা শিক্ষা থেকে ঝড়ে পরবে বলে জানান।তাই স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় উপবৃত্তির সুবিধা সহ পূর্বের ন্যায় হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,প্রধান অতিথি মোঃ নাজমুল আলম আহবায়ক স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখা,বিশেষ অতিথি মাওঃ আঃ রহমান শাজাহান আহবায়ক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট ময়মনসিংহ।বক্তব্য রাখেন মোঃ আইন উদ্দিন সভাপতি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ভালুকা উপজেলা শাখা,মোঃ ফখরুল আলম আহবায়ক স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট ভালুকা উপজেলা শাখা।মোঃ খোরশেদ আলম সদস্য সচিব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট ভালুকা উপজেলা শাখা,এ সময় আরো অনেকই উপস্থিত ছিলেন।