মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করে আজীবনের জন্য বন্ধ করে সিলগালা করে দেওয়া হয়েছে।
এছাড়াও ৩টি জুয়েলারি প্রতিষ্ঠানকে বিভিন্ন হারে অর্থদণ্ড করা হয়। সোমবার (৬ জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তর ভাদার্ত্তী এলাকার মো. জাহাঙ্গীর আলম মালিকানাধীন মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করার পর সেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়াও কালীগঞ্জ বাজারের সুভাস রায় মালিকানাধীন পি.এস জুয়েলার্সকে ৮ হাজার টাকা, সুখরঞ্জন ভৌমিক মালিকানাধীন সৌরভ জুয়েলার্সকে ১০ হাজার টাকা ও আশীষ রায় মালিকানাধীন মাতৃ জুয়েলার্সকে ৮ হাজার টাকা করে মোট ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিএসআইটির ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমদাদুল হকসহ আনসার-ভিডিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার জানান, কালীগঞ্জ বাজারের ৩টি জুয়েলারি দোকানকে বিভিন্নহারে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জুয়েলারি প্রতিষ্ঠানগুলো গ্রামে ওজনে বিক্রি করার কথা থাকলেও তারা ভরিতে ওজনে বিক্রি করছিল। তাছাড়া তাদের বিএসটিআই’র অনুমোদনও ছিল না।
তিনি আরো জানান, ওজনে কম দেওয়ার অপরাধে উপজেলার কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কস্থ মেসার্স উত্তরা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আজীবনের জন্য সেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়ে সিলগালা করা হয়। এর আগেও এই ফিলিং স্টেশনকে একাধিকবার অর্থদণ্ড করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার।