নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুরের জাজিরা উপজে’লা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ই’স’লা’ম মালতকে (৪২) কু’পিয়ে হ’ত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে জাজিরার উত্তর খোসাল সিকদার কান্দি গ্রামে তাঁকে কু’পিয়ে আ’হত করা হয়। দিবাগত রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃ’ত্যু হয়।জাজিরা পৌরসভা’র ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছ মাদবর ও উপজে’লা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ হা’ম’লার ঘটনা ঘটেছে বলে পু’লিশের ধারণা। হ’ত্যাকা’ণ্ডে জ’ড়ি’ত অ’ভিযোগে আজ বুধবার ভোর পাঁচটার দিকে সুজন ফকির (৩০) নামের এক ব্যক্তিকে আ’ট’ক করেছে পু’লিশ।
সাইফুল স্থানীয় বিএম মোজাম্মেল হক উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শী, পু’লিশ ও নি’হ’ত সাইফুল ই’স’লা’মের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে সাইফুল জাজিরা উপজে’লা সদর থেকে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১০টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হা’ম’লা চালায়। এ সময় তাঁকে ধারালো অ’স্ত্র দিয়ে কু’পিয়ে রাস্তায় ফেলে রেখে যায়। পরে খবর পেয়ে স্বজনেরা তাঁকে উ’দ্ধা’র করে জাজিরা উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। রাত একটার দিকে হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা’রা যান।
সাইফুলের ভাই মো. সামাদ মুঠোফোনে জানান, ‘আম’রা রাজনৈতিক পরিবারের সন্তান। সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের অনুসারী হওয়ায় অনেক দিন ধরে স্থানীয় আওয়ামী লীগের একটি পক্ষ আমাদের ওপর ক্ষুব্ধ। ওই পক্ষের শাহিন সিকদার, সুজন ফকিরসহ ২০-২৫ জনের একটি দল আমা’র ভাইয়ের ওপর হা’ম’লা করেছে। তারাই আমা’র ভাইকে কু’পিয়ে হ’ত্যা করেছে।’
সাইফুলের স্ত্রী’ সাথী আক্তার বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি বলছিলেন, ‘আম’রা আওয়ামী লীগ করি। তারপরও কেন আমা’র স্বামীকে আওয়ামী লীগের সম’র্থকেরা মে’রে ফেলল? আমা’র সন্তানদের এখন কী হবে!’অ’ভিযোগের বিষয়ে জানতে জাজিরা উপজে’লা শ্রমিক লীগের সভাপতি সেলিম মাদবরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। তিনি হ’ত্যাকা’ণ্ডের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
জাজিরা পৌরসভা’র ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছ মাদবর বলেন, ‘কারা সাইফুলকে হ’ত্যা করেছে, তা পু’লিশ জানে। সাইফুলের পরিবার পু’লিশকে তাঁদের নাম বলেছে। আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’জাজিরা থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ইলিয়াছ মাদবর ও সেলিম মাদবর গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ছিল। নি’হ’ত সাইফুল ইলিয়াছের সম’র্থক ছিলেন। এ ঘটনার জেরে তাঁকে হ’ত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে আরও ত’দ’ন্ত করা হবে। ঘটনায় জ’ড়ি’ত থাকার অ’ভিযোগে একজনকে আ’ট’ক করা হয়েছে। তবে এখনো কোনো মা’ম’লা হয়নি।