নিজস্ব প্রতিবেদক:
মা ও ভাইকে বঞ্চিত করে পৈত্রিক বাড়ি দখল করার কারণে ব্যারিস্টার তুরিন আফরোজকে শোকজ নোটিশ পাঠিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকা যুগ্ম জেলা জজ আদালত-৫ এই নোটিশ প্রদান করে। আগামী ১০ দিনের মধ্যে তুরিন আফরোজকে শোকজের জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন তুরিন আফরোজের মা ও ভাইয়ের আইনজীবী ব্যারিস্টার মনজুর রাব্বি। তিনি বলেন, তুরিন আফরোজকে এই মর্মে শোকজ করা হয়েছে যে, কেন বিবাদীপক্ষকে আইন অনুযায়ী যথাযথ নিয়মে বাড়ির দখল বুঝিয়ে দেওয়া হবে না, ১০ দিনের মধ্যে আদালতকে তা জানাতে হবে।
জানা যায়, পৈত্রিক বাড়ি হওয়া সত্ত্বেও মা ও ভাইকে বঞ্চিত করে ঢাকার উত্তরার একটি বাড়ি দখল করে রেখেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। মা ও ভাইয়ের অংশ বুঝিয়ে দিতে আদালতে আবেদন করা হয় গত ৭ জুন। পরদিন এ নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এরপর গতকাল শোকজ নোটিশ পাঠানো হয় তুরিন আফরোজকে।