শ্রীপুরে হামলা ও মারামারি প্রধান আসামী সাদ্দাম গ্রেফতার
সাইফুল ইসলাম, নিজেস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের দক্ষিণ শৈলাট গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও মারামারি ঘটনায় সাদ্দাম নামে প্রধান আসামী কে গ্রেফতার করেছে শ্রীপুর পুলিশ।
মঙ্গলবার (১৪ জুন) রাত আনুমানিক( ৯ঃ০০)ঘটিকায় উপজেলার মাওনা চৌরাস্তা থেকে এস আই আব্দুর রাজ্জাক তাকে গ্রেফতার করে।
এর আগে( ১১ জুন) সকাল আনুমানিক ৮ঃ৩০টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ শৈলাট গ্রামে সেকান্দর আলী ও তার পরিবারের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়,সাদ্দাম বাঁশের লম্বা লাঠি দিয়ে সেকান্দর কে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেছে,সাদ্দাম এর সহযোগী আতিকুল সহ ১৫/২০ জন একএে এই হামলা করে এবং ভুক্তভোগী পরিবারের লোক জনের হাত-পা ভেঙে দেয়। ভুক্তভোগী ওই পরিবারকে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছেন।এবং সেকান্দর এর স্ত্রী নিজের স্বামীকে বাঁচাতে গেলে তাকে মাটিতে ফেলে মারধর শুরু করেন।
এ ঘটনায় ভুক্তভোগীদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।আর সেই থেকে আসামীরা পলাতক।অবশেষে ১৪জুন রাত ৯টায় প্রধান আসামী সাদ্দাম কে পুলিশ গ্রেফতার করে।
এই ব্যাপারে ভুক্তভোগীর ছেলে জাফর গণমাধ্যমকে বলে,পুলিশের অনেক পরিশ্রম করে আসামী কে গ্রেফতার করেছে,বিশেষ করে এস আই রাজ্জাক সাহেব কে অসংখ্য ধন্যবাদ তিনি অনেক সাহসিকতার পরিচয় দিয়ে এক আসামী ধরেছে,আশা করি বাকী আসামিদের কে খুব তাড়াতাড়ি গ্রেফতার করবে।
এস আই রাজ্জাক গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাতকারে বলেন,প্রধান আসমী কে আমরা গ্রেফতার করেছি,আর কিছু আসামীর জামিন হয়ে গেছে, আর বাকীরা সব পলাতক আছে।তবে অতি দ্রুত তাদেরকে গ্রেফতারে চেষ্টা চলছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে গ্রহণ করে। প্রধান অভিযুক্ত আসামী সাদ্দাম কে রাতে মাওনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।সাদ্দাম কে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে।