স্বেচ্ছাসেবক লীগ সভাপতির রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা
ভালুকা প্রতিনিধি ঃ
ময়মনসিংহের ভালুকায় কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহের রোগ মুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয় ।
মঙ্গলবার ১৪ জুন বিকাল ৫ টায় পৌর সদরের কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে এ প্রার্থনার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নারায়ণ বাবু, পুরোহিত প্রভাষক শ্রী সমরেন্দ্র চন্দ্র মজুমদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রতন মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম গোলাপ, মোঃ স্বপন মিয়া, নাছির উদ্দীন, এস এম শাওন, আলমগীর হোসেন, ইমরান হোসেন, আমিনুল ইসলাম, সহ অপরাপর নেতৃবৃন্দ।
পরে সন্ধ্যায় কেন্দ্রীয় সভাপতির রোগ মুক্তি কামনায় স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্য্যালয়ে দোয়া করা হয়।