ভালুকায় রাতের আধারে হামলা ও লুটপাট সহ বসতবাড়ি ভাংচুর
সাইফুল ইসলাম, প্রতিবেদকঃ
ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে রাতের আঁধারে এক অসহায় ব্যক্তির বসত বাড়িতে হামলা, লুটপাট, ভাংচুর, মারধর করে পরিবারের( ০১) সদস্যকে গুরুতর আহত করার ঘটনা ঘটে।
বুধবার (১৫ জুন ) রাত ১ঃ১০ মিনিটের দিকে উপজেলার ১১নং রাজৈ ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড সোহাল উওর পাড়া গ্রামে দুলাল মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে।
দশ বছর আগে দুলাল মন্ডল ১০শতাংশ জমি কিনে তিনটি রুম তৈরি করে বসবাস করে আসছে,দুলাল মন্ডলের দুই ছেলে, একজন চাকরি করে ভালুকায়, আরেক জন অন্য জায়গায় বসবাস করে,আর এক মেয়ে চাকরি করে স্কয়ার মাস্টার বাড়ি এলাকায়, এবং মেয়ের ছোট্ট দুটি সন্তান রয়েছে।আর এই দুই সন্তানের দেখা শুনা করে দুলাল মন্ডলের স্ত্রী।তারি সুভাতে দুলাল মন্ডল একাই বসবাস করে গ্রামের বাড়ীতে।
দুলাল মন্ডল জানান, বুধবার ১৫ জুন রাত ১ঃ১০মিনিটের দিকে দুলাল মন্ডল বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ এক লোক তাকে ডাক দেয়,দুলাল মন্ডল জিজ্ঞেস করে কে,এতো রাতে, তখন হামলাকারীরা পরিচয় গোপন করে বলে, আমরা পুলিশ থানা থেকে এসেছি, তবুও দুলাল মন্ডল দরজা খোলে না।অবশেষে হামলাকারীরা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।এবং দুলাল মন্ডল কে ধরি দিয়ে বেধে পিটিয়ে আহত করে, এবং বাড়ি ভাংচুর শুরু করে।আর দুলাল মন্ডল হামলাকারীদের চিনে ফেলে,তিনি বলেন একই গ্রামের ০১/উজ্জ্বল মিয়া (২৮)পিতাঃমজি মন্ডল,০২/বিধান(৪৫)পিতাঃমজিবর,০৩/মানিক(৪২)পিতাঃআঃখালেক,০৪/কামরুল (৪৮)০৫/রাসেল (৩৮)উভয় পিতাঃকরিম মন্ডল, ০৬/তাফাজ্জল হোসেন (৪৮),০৭/মোফাজ্জল (৪৫)০৮/নজরুল (৫০),সর্ব পিতাঃকাইল্লা মড়ল,০৯/মার্সেল(৩০),১০/উজ্জ্বল (২৮)উভয় পিতাঃজয়দর মড়ল,সহ অজ্ঞাত ৪/৫জন দেশিয় অস্ত্র, দা লাঠি নিয়ে ঘর ভাংচুর করে।
দুলাল মন্ডল আরোও বলেন, বসতি ঘরের ভিতরে প্রবেশ করে ০১টি ফ্রিজ,০১টি টিভি, ০২টি খাট,০১টি ওয়ার্ড্রপ,০১টি ড্রেসিং টেবিল, ০১টি রেগ,০১টি টলি,০১টি কেবিনেট সহ বিভিন্ন আসবাবপএ ভাংচুর করে, যার আনুমানিক মূল্য ২৫০০০০/লক্ষ টাকা,এবং ঘরের ভিতরে থাকা দুটি মোবাইল ফোন,যার আনুমানিক মূল্য ২৮০০০/টাকা, এক জোড়া কানের ঝুমকা, এক ভরি ওজনের একটি সোনার চেইন,দের ভরি ওজনের হাতের বালা,যার আনুমানিক মূল্য ২৪০০০০/টাকা, এবং ৪নং বিবাদী সুকেসে থাকা নগত ৯৫০০০/টাকা নিয়ে নেয়।
ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা জানান, এই উজ্জ্বলের নামে ইউনিয়ন পরিষদে দুলাল মন্ডল বিচার দেয়,কিন্তু মেম্বার ও ইউপি চেয়ারম্যানের ডাকে কোন ছাড়া দেয়নি উজ্জল মিয়া।
এদিকে অভিযুক্ত উজ্জ্বলের ব্যাপারে জানতে চাইলে এলাকা বাসী বলেন,উজ্জ্বল প্রকাশ্য দিবালোকে দেশিও অস্ত্র ও দা নিয়ে ঘুরা ফেরা করে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,দুলাল মন্ডলের লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে মামলা লিপিবদ্ধ করেছি,আসামী গ্রেফতারে জন্য প্রক্রিয়া চলছে।