নিজস্ব প্রতিবেদক :
‘বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাচান, বাঁচলে পরিবেশ বাঁচবে প্রাণ’ স্লোগানকে ধারণ করে প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১ জুলাই) বিকেল ৫ টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা বড়চালা দাখিল মাদরাসা মাঠে এ কর্মসূচী পালিত হয়।
এসময় তারা ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সংরক্ষিত নারী আসনের (৩১৪) সংসদ সদস্য আধ্যাপিকা রুমানা আলী টুসি (এমপি)।
বৃক্ষরোপণ কর্মসূচিতে গাজীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকরাম হোসেন কাজল বলেন, গাছ আমাদের পরিবেশের এক গুরুত্বপূর্ণ উপাদান। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের বৃহৎ পরিসরে বনায়ন করা দরকার। এজন্য নির্দিষ্ট কোন দিবস নয়, বরং সারা বছরই বৃক্ষরোপণ করা উচিত। প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণে সাধারণমা নুষদের উদ্বুদ্ধ করাই আমাদের কর্মসূচির উদ্দেশ্য।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা কৃষকলীগের সহ-সভাপতি আজাহার হোসেন, শ্রীপুর উপজেলা কৃষকলীগের আহবায়ক জয়নাল আবেদিন রানা, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আয়নুল হাসান, শ্রীপুর পৌর কৃষকলীগের সভাপতি সাইফুল কবির, শ্রীপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও গাজীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আকরাম হোসেন কাজল, শ্রীপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম জিকু, শ্রীপুর উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রতন, শ্রীপুর উপজেলা কৃষকলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ গাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ মঞ্জু, বড়চালা দাখিল মাদরাসা অধ্যক্ষ বক্তিয়ার হোসেন, গাজীপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম লিটন, গাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামান সরকার, গাজীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সাইজুদ্দিন, গাজীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাফেজ নূরুল ইসলাম, গাজীপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আক্তার হোসেন, ৮নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ফজলুল হক, ৯নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সুরত আলী, ৫নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি আঃ সাত্তার, গাজীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আলম, ৫নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, গাজীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী সহ অত্র মাদরাসার শিক্ষক বৃন্দ।