মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামে জমি ভাগ বিতন্ড নিয়ে মোঃ ফজর আলীর মুন্সি (৭৫), তার বড় ছেলে, মোহাম্মদ আলিনুর পীর(৫০),
আজ সকালে নিজের জন্মদাতা পিতাকে রাম দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে মোঃ আলিনুর পীর।
ঘটনার পর পরিবারের সকলের সহযোগিতায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত ডাক্তার গন, প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীর অবস্থা বুঝে ময়মনসিংহে রেফার দেন ।
ঘটনাস্থল পরিদর্শন করে পাড়া-প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারা যায়, প্রতিদিনের মত আজ সকাল ৮টার দিকে বৃদ্ধ ফজর আলী মুন্সি বাড়ির সামনেই গাছ তলায় বসে ছিলেন ।
এমন সময় তার বড় ছেলে মোঃ আলিনুর পীর এসে অতর্কিত ভাবে তার নিজের পিতা মোঃ ফজর আলী মুন্সি কে হত্যার উদ্দেশ্যে বাড়ির সামনে প্রকাশ্য রাস্তায় একা পেয়ে রাম দা দিয়ে শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে কেটে মৃত ভেবে ফেলে চলে যায়।
মিনিটের ভিতরে ফজর আলীর বাড়ির বাকি সকল সদস্যদের চিৎকারে বাড়ির ভিতরে থাকা তার মেয়ে ও তার স্ত্রী সহ দৌড়ে এসে দেখে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে বৃদ্ধ ফজর আলী মুন্সী, এ সময় এলাকাবাসীর ধাওয়ায়, আলিনুর পীর রামদা হাতে দৌড়ে পালিয়ে যায় ।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকালকেই মোঃ ফজল আলী মুন্সী তার নিজস্ব কিছু সম্পত্তি বিক্রি করেন ও ক্যাশ টাকা হাতে পান ।
এ বিষয়ে শ্রীপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।