মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরে কর্মরত অবস্থায় এক পোষাক শ্রমিক মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে ওই কারখানার শ্রমিকরা
কর্তৃপক্ষের অবহেলায় ও সুচিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলছে কারখানার শ্রমিকরা।
সোমবার (৪ জুলাই) দুপুর ২ টার দিকে গাজীপুর বাঘের বাজার গোল্ডেন রিফিট পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত পোশাক শ্রমিক জাহিদুল (২৩ ) রংপুর কুড়িগ্রামের বাসিন্দা। তিনি বাঘের বাজার গোল্ডেন রিপিট পোশাক কারখানায় সুয়িং সেকশনে সিনিয়ার অপরেটার হিসেবে কর্মরত ছিলেন।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানায়, জাহিদুল সকালে কারখানায় কাজ করার সময় অসুস্থ্ হয়ে পড়েন। এ সময় তিনি ওই কারখানার মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য যান। কর্তব্যরত নার্স তাকে চিকিৎসা না দিয়ে কাজে যোগ দেওয়ার কথা বলে ফেরত পাঠিয়ে দেন । কিছুক্ষণ পর জাহিদুল আরও বেশি অসুস্থ্ হয়ে পড়লে সহকর্মীরা তাকে আবারও ওই নার্সের কাছে নিয়ে যায়। এ সময় নার্স তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন গার্মেন্টস কর্তৃপক্ষের লোক ও মৃতের মামাত ভাই জাহিদকে নিয়ে গাড়ী যোগে মাওনা চৌরাস্তায় আল হেরা হাসপাতালে নিয়ে গেলে করতব্য রত ডাঃ তাকে মৃত ঘোষনা করেন নার্স জানান, জাহিদুল শরিলে অনেক জ্বর ছিল, জাহিদুল ছুটি চেয়ে চেয়েছিল তাকে লাইন ইনচারজ ছোটি না মানজুর করে দেয় এর কিছুক্ষণ পর জাহিদুল নিস্তেজ হয়ে ডলে পড়েন। এবং কমস্থেলেই মারা যান।