ভালুকায় স্বামীর বাড়ী থেকে গৃহবধূর লাশ উদ্ধার
আনোয়ার হোসেন, ভালুকা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকায় ইসরাত জাহান মুনা(১৭) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। ভালুকা মডেল থানা পুলিশ আজ শুক্রবার (০৭ জুলাই) সন্ধ্যায় স্বামীর বাড়ি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের আখালীয়া থেকে ওই লাশটি উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আখালীয়া গ্রামের হেলাল উদ্দিন শিকদারের ছেলে স্বাধীন শিকদার প্রায় তিন বছর আগে একই গ্রামের মো. রনি মিয়ার কিশোরী মেয়ে ইসরাত জাহান মুনাকে জোর করে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামীর পরক্রীয়ার সন্দেহে ওই দম্পতির মাঝে প্রায়ই ঝগড়া হতো। এদিকে, খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ আজ শুক্রবার সন্ধ্যার স্বামীর বাড়ি থেকে মুনার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে মুনার শুশুর বাড়ির লোকজন গা ঢাকা দেয়।
মেয়ের বাবা মো. রনি মিয়ার দাবি, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
ভালুকা মডেল থানার (ওসি) তদন্ত জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্যে ওই লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর বুঝা যাবে মুনার মুত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা।