নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হুমায়ূন কবির হিমু। উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির হিমু বলেন, আগামী রবিবার পবিত্র ঈদ-উল আযহা।
পশু কোরবানির মধ্য দিয়ে সৃষ্টিকর্তার প্রতি ত্যাগের মহান আদর্শ স্থাপিত হয়েছে। সমাজে হিংসা-বিদ্বেষ, হানাহানি,পরশ্রীকাতরতা থেকে মুক্তির জন্য কোরবানি আল্লাহ তায়ালার রহমত স্বরূপ।
তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রূপকল্প বাস্তবায়ন করতে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি। বাংলাদেশ গড়ার স্বপ্ন ও প্রত্যয় নিয়ে শ্রীপুর উপজেলায় কাংখিত লক্ষ্যে পৌছাতে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের মানুষকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধশালী ও আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ নির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
সবশেষে,পরিবেশ দূষণ রোধকল্পে ও জনস্বাস্থ্য সুরক্ষায় নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাইয়ের জন্য আহ্বান জানান তিনি। দেশ ও জাতির সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ূন কবির হিমু হুমায়ূন কবির হিমু।